ভারত-অধিকৃত কাশ্মিরে হামলা চালিয়ে দুই ভারতীয় সেনা সদস্য হত্যার প্রতিশোধ নিতে চায় ভারত। পাকিস্তানের এ জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরো ভারত গর্জে উঠেছে। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবি ভারতের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের। সেই দাবিতে সম্মতি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এই ঘটনার প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। আর তা দেওয়া হলে ভারতীয় সেনা যাতে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসে। যাতে ফের ভারতের দিকে চোখ তুলে তাকাতে ভয় পায় পাকিস্তান। শুধু তিনিই নয়, জম্মু কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের একটি রাজ্য, যারা কাপুরুষোচিত আক্রমণের জন্য পরিচিত।
যদিও ঘটনার পরেই জরুরি বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। এই বিষয়ে পরে তিনি বলেন, সেনাদের আত্মত্যাগ বিফলে যাবে না। যুদ্ধের সময়েও এই ধরনের ঘটনার কথা শোনা যায় না। ভারত এই ঘটনার তীব্র নিন্দা করছে। পুরো ভারত বিশ্বাস করে আমাদের সেনাবাহিনী এই অমানবিক আচরণের যোগ্য জবাব দেবে। অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে আজ মঙ্গলবার কাশ্মীর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। উত্তপ্ত কাশ্মীর ইস্যু-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার