যুক্তরাষ্ট্র রুটে কুয়েত এয়ারওয়েজ এবং রয়্যাল জর্দানিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ল্যাপটপ বহন করা যাবে বলে প্রতিষ্ঠান দু'টির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে তারা বলছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশে কুয়েত এবং জর্দান ছেড়ে যাওয়া বিমানে নিরাপত্তা নিশ্চিতে তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করেছেন।
উল্লেখ্য, ল্যাপটপের মধ্যে লুকিয়ে বোমা নেয়া হতে পারে- এমন আশঙ্কায় গেল মার্চে আটটি মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইতিহাদ, তুর্কি এয়ালাইন, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।
এখনো মরক্কো, মিশর এবং সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রগামী বিমানে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/ওয়াসিফ