ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি বাঁধের কাছে নৌকাডুবিতে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। আজ সোমবার সিনিয়র এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রবিবার সন্ধ্যায় রাজ্যের নাগপুর শহরের বীনা বাঁধের কাছে এই ঘটনা ঘটে। নৌকাতে প্রায় ১২ আরোহী ছিলেন।’ খবর সিনহুয়া’র।
তিনি আরও বলেন, পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। অন্যরা ডুবে মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।
এই কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের পর লাশগুলোকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এই ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সম্ভবত অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে গেছে।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৭/এনায়েত করিম