যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানে দরজা খোলার চেষ্টায় মার্কিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল থেকে বেইজিং যাওয়ার পথে ডেল্টা এয়ারলাইন্সে গত বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে। আটক সেই যুবকের নাম জোসেফ ড্যানিয়েল হ্যাডক। হ্যাডক নিজেও একজন বিমানকর্মী বলে জানা গেছে।
জানা যায়, বিমানকর্মীদের বিশেষ টিকিটে বৃহস্পতিবার ওই বিমানের প্রথম শ্রেণিতে ওঠেন হ্যাডক। প্রশান্ত মহাসাগর সংলগ্ল ভ্যাঙ্কুভার দ্বীপের উপর দিয়ে ডেল্টা এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমান ২০০ জন যাত্রী নিয়ে কয়েক হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাচ্ছে, সে সময় ওয়াশরুমের দিকে এগিয়ে যান হ্যাডক। এর দুই মিনিটের মাথায় হঠাৎ বিমানের বাইরের দরজার কাছে গিয়ে সেটি খোলার চেষ্টা করেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন দু’জন বিমানকর্মী। এসময় এক বিমানকর্মীর মুখে ঘুষি মারেন হ্যাডক। এর পরেও হ্যাডককে থামানো যাচ্ছে না দেখে এক বিমানকর্মী বাধ্য হয়ে হ্যাডকের মাথায় দুটি মদের বোতল দিয়ে আঘাত করেন।
ডেল্টা এয়ারলাইন্সের ৭৬৭ বোয়িং বিমানের ২০০ জন যাত্রী এই ঘটনার এই রুদ্ধশ্বাস ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকলেন। ঘটনার পরপরই বিমানটিকে ঘুরিয়ে আবার সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সিয়াটল-টাকোমা বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেয়া হয় হ্যাডককে। এরপর বৃহস্পতিবার রাতের দিকে যাত্রীদের নিয়ে আবার বেজিংয়ের উদ্দেশে রওনা দেয় সেই বিমানটি।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮