ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী। মঙ্গলবার দিল্লিতে ১৮টি বিরোধী দলের বৈঠকেই উপরাষ্ট্রপতি পদে দেশের সাবেক এই কূটনীতিকের নামটি সর্বসম্মত ভাবে বেছে নেওয়া হয়।
এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, সমাজবাদী পার্টির নরেশ আগরওয়াল, বহুজন সমাজ পার্টির নেতা সতীশ চন্দ্র মিশ্র, জনতা দল ইউনাইটেড নেতা শরদ যাদব উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে সোনিয়া বলেন, ‘১৮টি বিরোধী দল সর্বসম্মতভাবে গোপালকৃষ্ণ গান্ধীকে উপরাষ্ট্র পদপ্রার্থী হিসেবে গ্রহণ করেছে। আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। তিনি বিরোধীদের যৌথ প্রার্থী হতে রাজি হয়েছেন’।
গোপালকৃষ্ণ গান্ধীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। ট্যুইট বার্তায় মমতা জানান, ‘উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের পক্ষ থেকৈ সর্বসম্মতভাবে গোপালকৃষ্ণ গান্ধীর নামটি বেছে নেওয়ায় তাঁকে অভিনন্দন। তাঁর বিশ্বযোগ্যতাই তাঁর সবচেয়ে বড় সম্পদ’।
যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে এখনও কারও নাম ঘোষনা করা হয়নি। তবে ইতিমধ্যেই দুই শিবিরের পক্ষ থেকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের প্রার্থী হয়েছেন রাম নাথ কোবিন্দ অন্যদিকে বিরোধী শিবিরের প্রার্থী হয়েছে মীরা কুমার। রাষ্ট্রপতি পদে নির্বাচন আগামী ১৭ জুলাই।
অন্যদিকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন আগামী ৫ আগস্ট। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। উপরাষ্ট্রপতি পদে ভোট দেবেন লোকসভা ও রাজ্যসভার সদস্যরা।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/মাহবুব