আইএসে শেষ বাগদাদি জমানা৷ বিবৃতি দিয়ে খলিফা আবু বকর আল-বাগদাদির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইসলামিক স্টেট৷ তবে কোথায় কবে কীভাবে বাগদাদির মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি৷ যদিও এর আগে কয়েকবার বাগদাদির মৃত্যু সংবাদ এসেছে৷ সর্বশেষ রুশ সরকার তার মৃত্যুর সংবাদ ঘোষণা করে৷ দ্রুত ঘোষণা করা হবে পরবর্তী প্রধানের নাম৷ ইরাকের Al Sumaria News স্থানীয় সূত্র উদ্ধৃত করে এমনটি জানিয়েছে৷
২০১৪ সালের ২৯ শে জুন আইএসের তরফে আল বাগদাদিকে খলিফা হিসেবে মনোনীত করা হয়েছিল৷
ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আলি আল বদরি আল সামারাই ওরফে আবু বকর আল বাগদাদি এক ত্রাস৷ ১৯৭১ সালে ইরাকের সামারাতে তার জন্ম৷ পরে ইসলামিক বিষয়ে উচ্চতর বিদ্যা অর্জনের পর জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে বাগদাদি৷ ইরাক ও সিরিয়ার মাটিতে গণহত্যা ও ধংসের সাম্রাজ্য স্থাপন করার কারিগর৷ কার্যত তার সময়েই আইএস তার শাখা বিস্তার করেছে মধ্য এশিয়া ছাড়িয়ে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মাটিতে৷ বাগদাদির সময়েই আল কায়দার প্রভাব হটিয়ে দ্রুত আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে ইসলামিক স্টেট৷
আন্তর্জাতিক মহলে প্রশ্ন, কে হতে পারে বাগদাদি পরবর্তী জঙ্গি সংগঠনটির পরবর্তী প্রধান৷ আগেই বিভিন্ন গোয়েন্দা এজেন্সি দাবি করেছে, দুইটি নাম স্থির করে গিয়েছেন বাগদাদি৷ তারা ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনা অফিসার৷ সেই হিসেবে আইএসের আগামী 'খলিফা' হতে পারে ইয়াদ আল ওবাইবি ও আয়াদ আল জুমাইলি৷
মোসুল থেকে উৎখাত হয়েছে ইসলামিক স্টেট৷ কিছু চোরাগোপ্তা আক্রমণ তারা চালালেও তা দীর্ঘস্থায়ী নয়৷ এমনই দাবি মোসুল পুনর্দখল করা ইরাকি সেনার।
সূত্র : কলকাতা২৪.কম
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/আরাফাত