মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের একাধিক পদক্ষেপ এবং মন্তব্যে দুনিয়া জুড়ে সমালোচনার শিকার হয়েছেন। তবে তার ডেপুটি বরাবর বিতর্কহীন। একদম শান্তশিষ্ট, মাথা ঠান্ডা ব্যক্তি তিনি। ডোনাল্ড ট্রাম্প যখনই বিপাকে পড়েছেন, তুলে আনার দায়িত্ব নিয়েছেন তার ডেপুটি। এমন ভদ্রলোকই এবার গোল বাঁধিয়ে বসলেন।
সম্প্রতি নাসার স্পেস সেন্টারে গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা লেখা ছিল DO NOT TOUCH। ছবিতে দেখা যায়, পেন্স আবেদনের তোয়াক্কা করে নির্দ্বিধায় ওই স্পর্শকাতর জায়গায় হাত দেন তিনি। এই ছবি প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় নিন্দিত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ ব্যাপারে নাসার বিবৃতিতে বিতর্ক আরও বেড়েছে। নাসা বিষয়টি সমর্থন করায় মহাকাশ গবেষণা কেন্দ্রের গোপনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
মাইক পেন্স ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে গিয়ে যে কাণ্ড ঘটিয়েছেন তাতে স্পষ্ট নিয়ম মানতে শেখেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। নাসার ওরিয়ন স্পেসক্র্যাফটের পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি। ওই জায়গায় লেখা ছিল স্পর্শ করবেন না। কোনও কারণে পেন্সের কৌতুহল মিটছিল না। নাসার গবেষক এবং বিজ্ঞানীদের মাঝেই তিনি ওই স্পর্শকাতর জায়গায় একাধিকবার হাত ছোঁয়ান। বেসরকারি সংবাদ সংস্থার ক্যামেরাপার্সন গোটা ঘটনা লেন্সবন্দি করেন।
নেট দুনিয়ায় দ্রুত তা ভাইরাল হয়ে যায়। অনেকেই পেন্সের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। এরপর নাসা একটি বিবৃতি দেয়। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র জানায়, বড় কোনও ভুল করেননি পেন্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পেস সেন্টারে আসায় তারা কৃতজ্ঞ বলেও জানায় নাসা। ড্যামেজ কন্ট্রোলে নাসার এই বিবৃতি নিয়ে কম সমালোচনা হয়নি।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/তাফসীর