ট্যাক্স অফিসের কর্মকাণ্ডে অতিষ্ঠ এক আমেরিকান নিজের আঙ্গুল কেটে একটি বুলেট ও পাইপ বোমাসহ পাঠিয়েছেন ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) তথা ট্যাক্স অফিসে। এ ঘটনার পর কর্তৃপক্ষ নরম্যান্ড ল্যারিভিয়েস (৬৮)কে গ্রেফতার করেছে।
যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে সিভিলিয়ান ইলেক্ট্রিসিয়ান হিসেবে কাজ করেছেন। অবসর গ্রহণের পর আইআরএস তাকে নানা অজুহাতে চিঠি পাঠাচ্ছে বকেয়া ট্যাক্স (চক্রবৃদ্ধি হারে সুদসহ) অবিলম্বে পরিশোধের জন্যে। বারবার তিনি ব্যাখাসহ জবাব দিয়েছেন যে, তার কোন বকেয়া নেই। তবুও চিঠি আসছে ইউটাহ অঙ্গরাজ্যে বসবাসরত নরম্যান্ডের কাছে।
গত এক বছরে আইআরএসকে জবাব প্রদানের সময় প্রতিবাদ হিসেবে খামের ভেতরে একবার মারিজুয়ানাও পাঠিয়েছিলেন। আরেকবার পাঠিয়েছেন বুলেট। একবার দু’হাতের একটি কব্জিও পাঠিয়েছেন। কোন কাজ হয়নি। অবশেষে নিজের আঙ্গুল কেটে তা খামে ভরেন। সাথে নিজের ছবিও দিয়েছেন। আরেকটি খামে ছিল পাইপ বোমা। সেটি পাবার পর গত ৬ জুলাই ইউটাহর ওই অফিসে তুলকালাম কাণ্ড ঘটে। সকল কর্মচারিকে বের করে দেয়া হয় সন্ত্রাসী হামলার আতংকে। একইসাথে পুলিশ ও এফবিআই ঘেরাও করে নরম্যান্ডকে। গ্রেফতারের পর কোর্টে সোপর্দ করা হয় তাকে।
সরকার পক্ষের আইনজীবী অবশ্য মাননীয় আদালতকে অবহিত করেছেন যে, প্রেরিত পাইপ বোমাটি সত্যিকারের বোমা ছিল না। তবুও সেটি আতংক সৃষ্টি করায় মামলা অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে। যদিও, কেন তিনি এতটা ক্ষুব্ধ, সে ব্যাপারে কোনো তদন্তের নির্দেশ আদালত এখনও দেয়নি।
বিডি প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/ফারজানা