সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাজরানে একটি বাড়িতে আগুন লেগে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশিসহ ১১ বিদেশি নাগরিক নিহত ও ৬ জন আহত হয়েছেন।
সৌদি সিভিল ডিফেন্সের টুইটারে দেয়া এক পোস্টে বলা হয়, ফায়ার সার্ভিস জানালাবিহীন একটি পুরোনো বাড়ির আগুন নিভিয়েছে। ১১ জন ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে, ৬ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা খবর পেয়েছি এবং সেখানে কত জন বাংলাদেশি আছেন সেটা জানার চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন