আফগান কর্তৃপক্ষ অপহৃত সাতজন বুলেটবিদ্ধ বাস যাত্রীর লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তালেবান দুষ্কৃতকারীরা হেরাত সিটির প্রাদেশিক রাজধানী ফারাহ’র একটি মহাসড়ক অবরোধ করে একটি বাস থামিয়ে ১৬ যাত্রীকে অপহরণ করে।
এ ব্যাপারে ফারাহ পুলিশের এক মুখপাত্র বলেন, তারা সাতজনকে গুলি করে হত্যা করে এবং বাকী নয়জনকে জিম্মি করে রেখেছে। সরকারি বাহিনী বুধবার জিম্মিদের মুক্ত করতে অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে তালেবানরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।’
সূত্র: এএফপি
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ