বিশ্বের ৬০ শতাংশ বাঘের বাস ভারতে। কিন্তু এই ভারতেই আশঙ্কাজনক হারে বাঘের মৃত্যু হচ্ছে। ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ সংস্থার উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে এ পর্যন্ত ৬৭টি বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে বাঘের শরীরের বিভিন্ন অংশের চাহিদার কারণে ভারতে বাঘের জীবন বিপন্ন হচ্ছে বলে দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে।
বাঘের মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যে (১৪। এরপরেই আছে মধ্য প্রদেশ (১৩)।
বিডি প্রতিদিন/১৪ জুলাই, ২০১৭/ফারজানা