বর্তমানে ছয়টি মুসলিম প্রধানদেশের ওপর আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী তথ্য না দিলে অন্য দেশও এ নিষেধাজ্ঞা হুমকির মুখে পড়তে পারে। তথ্য দেয়ার জন্য ৫০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
আমেরিকায় ভিসা আবেদনকারীর কোনো অপরাধের রেকর্ড আছে কী না, সন্ত্রাসের সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কী না তার তথ্য দিতে হবে সংশ্লিস্ট রাষ্ট্রকে। ক্ষেত্র বিশেষে ভিসা আবেদনকারীর বায়োমেট্রিক বা বায়োগ্রাফিক বিস্তারিত তথ্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। সূত্র : সিএনবিসি
বিডি প্রতিদিন/১৪ জুলাই, ২০১৭/ফারজানা