আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে জঙ্গি সংগঠন আইএসের সদরদপ্তরে মার্কিন হামলায় গোষ্ঠীটির আফগান প্রধান আবু সাঈদ নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
এ ব্যাপারে শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট জানান, গত ১১ জুলাই চালানো ওই হামলায় আইএসের আরো কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন। আফগানিস্তানে আইএসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে ওই হামলা চালানো হয়। তবে আইএসের পক্ষ থেকে আবু সাঈদের নিহত হওয়ার ব্যাপারে এখনো কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে ড্রোন হামলায় তৎকালীন আইএস নেতা হাফিজ সাঈদ খান নিহত হন। পরে গত এপ্রিলে আফগান সেনা অভিযানে তার উত্তরসূরী আব্দুল হাসিব নিহত হলে আবু সাঈদ আইএসের আফগান শাখার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।
সূত্র: ইনডিপেনডেন্ট
বিডি-প্রতিদিন/১৫ জুলাই, ২০১৭/ওয়াসিফ