ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আটাওয়ালে বলেছেন, প্রত্যেকেরই গরুর মাংস খাওয়ার অধিকার আছে। ছাগলের মাংসের দাম কিছুটা ব্যয়সাপেক্ষ হওয়ায় মানুষ গরুর মাংস খায়। আমি নাগপুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গরু রক্ষার নামে 'নরভক্ষক' (মানুষখেকো) হওয়াটা মোটেই ঠিক নয়।
সম্প্রতি নাগপুরে গরুর মাংস বহনের অভিযোগে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এক সংখ্যালঘু নেতাকে রাস্তায় ফেলে মারধর করে গরু রক্ষা সমিতির সদস্যরা।
গতকাল শুক্রবার মুম্বাইয়ে সে ঘটনার নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, গরু রক্ষকদের আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। এই ধরনের সহিংসতার ঘটনায় গরু রক্ষকদের কড়া শাস্তি হওয়া উচিত।
গরুর মাংস ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি ভারতে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। কখনও কখনও মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গরু রক্ষকদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সে বার্তা উপেক্ষা করেইগরু মাংস বহনের অভিযোগে গত বুধবার মহারাষ্ট্রের নাগপুরে সালেম ইসমাইল শাহ (৩৬) নামে বিজেপির ওই নেতাকে মারধর করা হয়। বর্তমানে হাসপাতালে রয়েছেন ওই নেতা।
বিডি প্রতিদিন/১৫ জুলাই, ২০১৭/ফারজানা