সীমান্ত বিতর্ক, জঙ্গি, অনুপ্রবেশ নিয়ে ভারত ও পাকিস্তানিদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের৷ এতে নতুন সংযোজন জম্মু-কাশ্মীরে তৈরি হতে চলা দুটি হাইড্রোইলেকট্রিক(জলবিদ্যুৎ) প্রজেক্ট৷ বিরোধ মেটাতে শেষে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় আলোচনায় বসতে চলেছে ভারত-পাকিস্তান৷
তবে এই প্রথম নয়, এর আগে ৩১ জুলাই ও ১ লা আগস্ট একই জায়গায় আলোচনায় বসেছিল ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা৷ তবে সেই বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আবার আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে৷ আগামী সপ্তাহে ১৪, ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে বৈঠকে বসবে দু’দেশের প্রতিনিধিরা৷
বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভারতের পানিসম্পদ মন্ত্রালয়ের সচিব অমরজিৎ সিং৷ এছাড়া থাকবেন বিদ্যুৎ মন্ত্রক, কেন্দ্রীয় ওয়াটার কমিশন, বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ অফিসারেরা ও সিন্ধু ওয়াটার সংক্রান্ত ভারতীয় সচিব৷
সূত্রের খবর, ১৯৬০ হওয়া সিন্ধু জল চুক্তির বিষয়ে ভারত পাকিস্তান সহমত না হলে জম্মু-কাশ্মীরের রাটেল ও কিষণগঙ্গাতে তৈরি হতে চলা দুটি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট সম্পন্ন হতে পারবে না৷ ফলে দু’দেশের সহমত হওয়া খুবই প্রয়োজন৷
বিডি-প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর