সিঙ্গাপুর উপকূলে বুধবার তেলবাহী এক ট্যাঙ্কারের সাথে ড্রেজার জাহাজের সংঘর্ষে পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন। একই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার মাত্র কয়েক সপ্তাহ পর এটা ঘটলো। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুরের অনেক ব্যস্ততম এ প্রণালীতে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজদের মধ্যে চারজন চীনের ও একজন মালয়েশিয়ার নাবিক।
ড্রেজারের অপর সাত চীনা নাবিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, এ দুর্ঘটনায় ইন্দোনেশিয়া নিবন্ধিত ট্যাঙ্কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এটি স্থিতিশীল রয়েছে এবং জাহাজটির নয় নাবিকের কেউ আহত হননি।
বন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, সেখানে নিখোঁজ নাবিকদের সন্ধানে নৌযান ও বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম