ফের দাদা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ৯ বার। এরিক ট্রাম্প ও তার স্ত্রী লারা মঙ্গলবার এক টুইট বার্তায় ছোট্ট লিউক ট্রাম্পের ছবি দিয়ে ছেলের জন্মের কথা জানিয়েছেন।
ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে টুইটারে তাদের পরিবারের এই নতুন অতিথি আগমনের কথা ঘোষণা করা হয়েছে। ছেলে ও পুত্রবধূকে শুভেচ্ছাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এরিক এবং তার ভাই ডন জুনিয়র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় সর্বক্ষণ পরামর্শদাতা হিসেবে বাবার পাশে ছিলেন। এখন নিউইয়র্ক থেকে পারিবারিক ব্যবসার দেখভাল করছেন। পুত্রবধূ লারাও নির্বাচনী প্রচারে হাজির ছিলেন এবং যথেষ্ট সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছিলেন।
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত