ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ সরকার। ব্রিটেনে দাউদের সম্পত্তির মোট পরিমাণ ৬.৭ বিলিয়ন ডলার। ব্রিটেন সরকার আর্থিক নিষেধাজ্ঞা সংক্রান্ত নিজস্ব তালিকা অনুসারে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ হাজার কোটি টাকা হলে জানা গেছে। এর ফলে দাউদ ওই দেশে নিজের কারবারি আর চালাতে পারবে না।
এর আগে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত সরকার দাউদের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গেছে, গত মাসে ব্রিটেন সরকারের ট্রেজারি বিভাগ একটি তালিকা জারি করেছিল। এতে দাউদের তিনটি ঠিকানা ও ২১টি ছদ্মনামের উল্লেখ ছিল। অর্থাৎ বেনামে ব্রিটেনে প্রচুর সম্পত্তি কিনেছিল ১৯৯৩-র মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মূলচক্রী দাউদ।
ওই তালিকা অনুসারে, দাউদের পাকিস্তানে তিনটি ঠিকানা রয়েছে। ওই তালিকায় উল্লেখ থাকার অর্থ হল, দাউদ লন্ডনে কোটি কোটি টাকায় যে হোটেল, মল ও বাড়ি কিনেছিল, সেগুলো তার হাতছাড়া হয়ে গেল। এছাড়া আরও আটটি দেশে দাউদের সম্পত্তি ছড়ানো রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত