আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেচে। এতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার কাবুলে সফাগেজা টি-২০ ক্রিকেট লিগ ম্যাচ চলছিল। সেই সময় স্টেডিয়ামের একটি গেটের সামনে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানান, আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২ জন পুলিশ সদস্য ও একজন বেসামরিক মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
ঘটনার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলোয়াড়দের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খেলোয়াড়রা সবাই সুরক্ষিত রয়েছে বলে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ