আমেরিকার 'সবচেয়ে ঘৃণিত ব্যক্তি'র তকমা আগেই গায়ে লেগেছিল। দুর্নীতির মামলায় ৩৪ বছর বয়সী মার্টিন স্ক্র্যালি মোটা অংকের অর্থের (৫ মিলিয়ন ডলার) বিনিময়ে জামিনে ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। হিলারি ক্লিনটনের চুল কিনতে চাওয়ায় এবার কারাগারে যেতে হচ্ছে তাকে।
সম্প্রতি ফেসবুকে দেয়া দুইটি তিনি লিখেছিলেন, 'যে তাকে হিলারির চুল এনে দিতে পারবে তাকে পাঁচ হাজার ডলার দেবেন। ' হয়তো ফেসবুকে আলোচিত হতেই এমনটা করেছিলেন। কিংবা হিলারির প্রতি ঘৃণা থেকে।
উদ্দেশ্যে যাই হোক আদালতে মার্টিন স্ক্র্যালির বিরুদ্ধে 'হিলারিকে হুমকি দেয়া'র অভিযোগ আনা হয়েছে। বুধবার আমেরিকার ব্রুকলিনের প্রাদেশিক জেলা আদালতের বিচারক কিউ এ. মাতসুমোতো মার্টিন স্ক্র্যালিকে চুল কেনা সংক্রান্ত ওই পোস্টের জন্য আদালতে পাঠানোর নির্দেশ দেন। সূত্র : নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা