জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বর্তমানে সস্ত্রীক দুইদিনের সফরে ভারতে রয়েছেন। বুধবার বিমান থেকে অবতরণ করার পরই আবেকে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুশল বিনিময়ের পর বিমানবন্দর থেকেই হুডখোলা গাড়িতে মোদিকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েন আবে। এক গাড়িতেই মোদির পাশে দাঁড়িয়ে স্ত্রী আকি’কে সঙ্গে নিয়েই জাপানের প্রধানমন্ত্রী প্রায় ৮ কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে আহমেদাবাদের সবরমতীর আশ্রমে যান তাঁরা। সেখানে গিয়ে ভারতের জাতিরজনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। ঘুরে দেখেন আশ্রম। আশ্রমে কিছু সময় কাটিয়েই দুই রাষ্ট্রনেতাই চলে যান ষোড়শ শতাব্দীতে তৈরি সঈদ নি জালি মসজিদে।
এদিন হুডখোলা গাড়িতে করে সবরমতীর আশ্রমে যাওয়ার পথে রাস্তার দুই ধারে দুই প্রধানমন্ত্রীকেই হাত নাড়িয়ে অভিনন্দন জানান কয়েক হাজার মানুষ, প্রত্যুত্তরে তারাও অভিনন্দন জানান। তবে এদিন সকলের নজর কাড়ে শিনজো আবের পরনের কুর্তা, পাজামা ও নেহেরু জ্যাকেট। একেবারে ভারতীয় লুক বলতে যা বোঝায় ঠিক তাই।
কোট-প্যান্ট-টাই পরা অবস্থায় বিমানবন্দরে নামার পরে কিভাবে পোশাক পরিবর্তন হয়ে গেল আবের। জানা যায়, বিমানবন্দরেই আবে'কে নিজের পোশাক পরিয়ে দেন নরেন্দ্র মোদি! ফলে রোডশো'তে জাপানের প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে কুর্তা-পাজামায়। সঙ্গে সেই জ্যাকেট, যা অধুনা মোদির 'ট্রেডমার্ক' হিসেবেই জনপ্রিয়। ওই পোশাকেই আবে গিয়েছেন সাবরমতী আশ্রম, ষোড়শ শতকের সিদ্দি সইদ মসজিদে।
শুধু তাই নয়, শিনজো আবের স্ত্রী আকিই আবেও সাজেন ভারতীয় সাজে। তাকে দেখা গেল গোলাপি রঙের সালওয়ার কামিজ ও সাদা রঙের ওড়নায়।
বিডি-প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব