মিয়ানমারে মুসলিমদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে আট দিনের জেল দেয়া হয়েছে। ইয়াঙ্গুনের ওই বাসিন্দার নাম অং থেইন তিউ। কিমিংদুং রেলওয়ে স্টেশনে কাজ করেন তিনি।
ইয়াঙ্গুনের সানচুং শহরে মঙ্গলবার সন্ধ্যায় অং থেইন তিউ নামের ওই ব্যক্তি মুসলিমদের হত্যার হুমকি দেন। রাস্তায় দাঁড়িয়ে তিনি চিৎকার করতে থাকেন, 'এই রাস্তায় কোনো মুসলিম আছে? বের হয়ে আমার সামনে আসো! আমি তোমাদের সবাইকে খুন করবো!'
পরে স্থানীয়রা অং থেইন তিউকে আটক করে পুলিশে দেয়। সানচুং আদালতের বিচারক বুধবার বিকেলে তাকে আট দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিয়ানমারের পুলিশ অবশ্য শাস্তির বিরোধিতা করে। সানচুং পুলিশের সাব-ইন্সপেক্টর অং লা পিয়ের বক্তব্য, 'অং থেইন তিউ কোনো অপরাধ করেনি। শুধু নিজের আবেগ প্রকাশ করেছে। সে দাঙ্গা বাঁধানোর জন্য এমনটা করেনি। ' সূত্র : মিজিমা
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা