ইরাকের দক্ষিণাঞ্চলে জোড়া হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথমে ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার একটি রেস্তোরাঁয় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এর কিছুক্ষণ পরে একটি চেক-পয়েন্টে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলাকারীরা আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর সঙ্গে লড়াই করা হাশদ আল শাবি সদস্যের ছদ্মবেশে এসেছিল।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত