ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বুধবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর সিনহুয়ার। পুলিশ বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাজ্যের পালঘর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি আরও জানান, ওই গাড়িতে থাকা পাঁচজনের সকলেই এ দুর্ঘটনায় নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম