ভারতীয় সেনাবাহিনী নিউক্লিয়ার বোমা বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল লঞ্চ করল। মাটি থেকে মাটিতে ছুঁড়ে লক্ষ বস্তুকে আঘাত করতে পারবে এই মিসাইল। ৩৫০ কিমি দূরত্ব পর্যন্ত এই মিসাইল ধ্বংস করার ক্ষমতা রাখে। বুধবার ভারতের ওড়িশার চাঁদিপুর থেকে সকাল ১১ টা ৩৫ নাগাদ এই মিসাইল লঞ্চ করা হয়।
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারই সফলতার সঙ্গে অগ্নি ১ ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপন করে ভারতীয় সেনা। আর বুধবারই নিউক্লিয়ার বোমা বহনে সক্ষম পৃথ্বী ২ মিসাইল লঞ্চ করল ভারতীয় সেনা। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতিবেশি দেশগুলির পাশাপাশি ভারতও যে নিজেকে শক্তিশালী করছে এটা তারই প্রমাণ। পৃথ্বী ২ মিসাইল ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ বস্তুকে আঘাত করে ধ্বংস করতে পারবে। সেদিক দিয়ে দেখতে গেলে চির শত্রু পাকিস্তানের প্রায় অনেকটা অংশই এই মিসাইলের আওতায় এসে যাবে। কারণ ভারতীয় সীমান্ত থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় ৪৩২ কিলোমিটার। ভারতীয় সীমান্ত থেকে লাহোরের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। ফলে পাকিস্তানের প্রায় অনেকটা এলাকাই যে এই মিসাইলের আওতায় এসে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার