সম্প্রতি কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের বরাবর পার্সেলে করে সেক্স টয় পাঠানোর ঘটনা ঘটেছে।এতে পুরো কানাডাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। রহস্যময় এই পার্সেলে শুধু যৌন খেলনা নয়, প্যাকেটগুলোর ভেতর থেকে ফোনের চার্জার, বৈদ্যুতিক বাতি এবং আইপ্যাড কেসও বের হয়ে আসে।
জানা গেছে, অ্যামাজনের মাধ্যমে ১০টিরও বেশি ছাত্র সংগঠনের কাছে এগুলো পাঠানো হয়েছে। গত নভেম্বর মাস থেকে কোনো কোনো সংগঠন এরকম ১৫টিরও বেশি পার্সেল পেয়েছে।
এ ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর ইউনিয়নের সভাপতি তানজিত নাগরা বলেন, ‘আমরা যে এরকম ধরনের প্যাকেট পাচ্ছি সে বিষয়টিকে আমার কাছে অদ্ভুত বলে মনে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি প্রথমে ভেবেছিলাম কেউ বোধহয় এগুলোর অর্ডার করেছিল এবং হয়তো লজ্জায় সে পরে আর এটি গ্রহণ করছে না। কিন্তু পরে যখন দেখলাম কানাডাজুড়ে বিভিন্ন ছাত্র সংগঠনের কাছেই একই ধরনের জিনিস পাঠানো তখন আমরা মনে করলাম যে, হ্যাঁ কিছু একটা এখানে ঘটছে।’
এ ঘটনার পেছনে সংঘবদ্ধ একদল চক্রান্তকারী রয়েছে অনেকেই মনে করছেন। এ ঘটনায় পুলিশি তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ