দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছিটমহলে সিরিয়ার সরকারি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উদ্ধারকারী এবং একটি পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, বুধবার গুটার নামের ওই পূর্বাঞ্চলীয় ছিটমহলের কয়েকটি শহরে এ হামলা চালানো হয়। গ্রুপটি আরও জানায়, এর আগে সোমবার সরকারি আরো একটি বোমা হামলায় ১৩০ জনেরও বেশি মানুষ মারা যায়।
এদিকে, জাতিসংঘ উদ্ভুত এ পরিস্থিতিকে "ভয়াবহ" উল্লেখ করে তা বন্ধের দাবি করেছে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ