বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে শীতকালীন অলিম্পিকের শুরুর আগের দিনও সামরিক মহড়া করল উত্তর কোরিয়া। এর আগে, অলিম্পিকে অংশ নিতে পিয়ংইয়ং একটি দল পাঠায় সিওলে। এতে দুই দেশের সম্পর্কের উন্নতির আশা দেখা দেয়। তবে সে আশা খুব বেশিদিন স্থায়ী হয়নি।
অলিম্পিক শুরুর ঠিক আগের দিন এমন সামরিক প্যারেডের কারণে নষ্ট হতে পারে দু'দেশের সামরিক ভারসাম্য, এমনই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
এদিকে, এই সামরিক মহড়ায় অলিম্পিকের কোনো সমস্যা হবে না বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রডং সিনমুন লিখেছেন, এটা একটি ঐতিহ্য এবং বিশ্বের যেকোনো দেশের জন্য সাধারণ বিষয় যে সেনাবাহিনীর প্রতিষ্ঠা অনেক গুরুত্বপূর্ণ। তাই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। তবে তা অলিম্পিক শুরুর আগের দিনই কেন, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি উত্তর কোরিয়া।
অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মতে, সবার মনোযোগ যখন শীতকালীন অলিম্পিকের দিকে, তখন উত্তর কোরিয়া এ মহড়ার আয়োজন না করলেই পারত।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ