গত প্রায় গত তিন বছরের বেশি সময় ধরে সৌদি জোটের নেতৃত্বে বিরামহীনভাবে ইয়েমেনে বিমান হামলা চালানো হচ্ছে। অব্যহত এ হামলার ঘটনা আর মানতে চাইছে না মালয়েশিয়া। সৌদি জোটে থাকা মালয়েশিয়ান সেনাদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। দেশটিতে নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু জানিয়েছেন, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তাবয়নের জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
এদিকে মালেশিয়ার এ সিদ্ধান্তের আগে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থাগু ইয়েমেন যুদ্ধে মালেশিয়ার সংশ্লিষ্টতা বন্ধ করার আহ্বান জানিয়েছিল।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল