সন্ত্রাস কার্যকলাপের অভিযোগে ১৩ জন আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক সরকার। শুক্রবার ইরাকের বিচার মন্ত্রালয় এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি জঙ্গিদের একাধিক সন্ত্রাস হামলায় ইরাকের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আবাদি সরকারকে। ৮ পুলিশ অফিসার এবং সরকার ঘনিষ্ঠ শিতি মিলিতা সংগঠনের সদস্যদের হত্যা করার অভিযোগ ওঠে আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। এরপরই জঙ্গি কার্যকলাপ প্রসঙ্গে তৎপর হয় ইরাক সরকার।
জানা গেছে, আল-আবাদির প্রস্তাবে প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সিলমোহর পড়তেই বৃহস্পতিবার ১৩ জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকেই ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গিদের আধিপত্য কমতে থাকে। এমনকি ইরাকের রাজধানী মুসলে আইএস আস্তানা গড়ে ছিল, তাও ধ্বংস করে মার্কিন এবং সরকারি সেনা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর