দেনার দায়ে গত বছর সেপ্টেম্বরে নিজেদের দেউলিয়া ঘোষণা করে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলনা কোম্পানি টয়েস আর আস। এরপর আস্তে আস্তে কোম্পানিটি সবকিছু বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। তবে সর্বশেষ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে টয়েস আর আসের সবগুলো আউটলেট বন্ধ করে দেওয়া হয়। খবর বিজনেস ইনসাইডার'র।
খবরে বলা হয়, টয়েস আর আসের অনেক আউটলেট আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল মজুদ শেষ হওয়ায়। তবে যেসব আউটলেটে মজুদ ছিল তারাও ৬০ থেকে ৯০ শতাংশ ছাড়ে সব পণ্য বিক্রি করে দেয়।
প্রশ্ন ওঠে এত বিখ্যাত একটি কোম্পানি কীভাবে দেউলিয়া হয়ে গেল? ৯০’-এর দশকে টয়েস আর আস'র ব্যবসা ছিল তুঙ্গে। তাদের সাথে ওই সময়ে অন্য কোম্পানীগুলো প্রতিযোগিতায় টিকতে পারেনি। কিন্তু ১৯৯৮ সালের দিকে পরিস্থিতির পরিবর্তন আসে। ওয়ালমার্ট নামের একটি কোম্পানী তাদের চাইতে বেশি খেলনা বিক্রি শুরু করে। এদিকে অবস্থার পরিবর্তন আনতে বিনিয়োগকারী খুঁজতে থাকে টয়েস আর আস। কিন্তু বিনিয়োগকারী পাওয়ার পরও প্রায় পাঁচ বিলিয়ন ডলারের দেনায় ডুবে যায় কোম্পানিটি। এরপর এক দশক পার হয়ে গেলেও ওই দেনা শোধ করতে না পারায় ধীরে ধীরে তারা বাজার হারাতে থাকে। শেষ পর্যন্ত এবছর তারা ব্যবসা বন্ধ করে দিল।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল