আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবান গেরিলাদের সঙ্গে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। তবে তিনি তালেবানের প্রতি পূর্ণাঙ্গ শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন।
শনিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আশরাফ গণি বলেন, যুদ্ধবিরতির অবসান হয়েছে এবং আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীকে সামরিক অভিযান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
গণি দাবি করেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে ১৮ দিনের একতরফা যুদ্ধবিরতি শতকরা ৯৮ ভাগ সফল হয়েছে। এ সময় তালেবানও তিনদিন যুদ্ধবিরতি পালন করে।
আশরাফ গণি বলেন, সরকার ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে তালেবানের যুদ্ধবিরতি ছিল তিনদিন, ওই তিনদিন গত ১৭ বছরের মধ্যে দেশে নজিরবিহীনভাবে কোনো সংঘাত হয়নি। ওই সময় তালেবান গেরিলাদের পুলিশ, সেনাবাহিনী ও বেসামরিক লোকজনের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। আশরাফ গণি বলেন, যুদ্ধবিরতি প্রমাণ করে দিয়েছে, তালেবানের বড় অংশই শান্তি চায়।
তিনি আরও বলেন, তালেবান প্রস্তুত হলে আমিও যে কোনো সময় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত আছি।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/আরাফাত