ফিলিপাইনের তানাওয়ান শহরের বিতর্কিত মেয়র অ্যান্তোনিও হালিলি গুলির আঘাতে মারা গেছেন। তার বুক বরাবরই একবারই গুলি করে অজ্ঞাত এক ব্যক্তি। মেয়রকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে জানাতে পারেনি পুলিশ।
মেয়র থেকে ৪০ মাইল দক্ষিণে তানাওয়ান শহর মল এলাকায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র। ওই ঘটনার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গুলি শব্দ পাওয়ার পরপরই তানাওয়ান শহর মল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন অ্যান্তোনিও হালিলি।
দেশে মাদকবিরোধী অভিযানে নেত্বত্ব দিয়েছিলেন মেয়র। তবে ওই অভিযান নিয়ে তিনি বিতর্কিতও হয়েছিলেন। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা