‘ধূসর তালিকাভুক্ত’ পাকিস্তানের পাশে দাঁড়াল চীন। জঙ্গি সংগঠগুলিকে অর্থসাহায্য করার অভিযোগে ইসলামাবাদকে ‘ধূসর তালিকাভুক্ত’ করে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। বিভিন্ন দেশ থেকে আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এফএটিএফ'র এই পদক্ষেপে ভারত প্রশংসা করলেও এই নিয়ে কোন মন্তব্য করেনি বেইজিং। চীনের বিদেশমন্ত্রালয়ের মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চের এই সিদ্ধান্তে তারা কোনও মন্তব্য করতে চায় না। তবে, সন্ত্রাসবাদ দমনে যে ভাবে ইসলামাবাদ কঠোর পদক্ষেপ করেছে তা প্রশংসানীয়। জঙ্গি দমনে পাকিস্তানের অবদানকে মান্যতা দেওয়া উচিত বলে দাবি করে চীন।
পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে সাহায্যপ্রাপ্ত অর্থের অধিকাংশটাই জঙ্গি সংগঠনগুলির হাতে তুলে দিচ্ছে তারা। সে দেশের নির্বাচনের আগে এএফটিএফ তাদের ‘ধূসর তালিকায়’ রাখায় জঙ্গি সংগঠনগুলি বড়সড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।
এএফটিএফ'র এই সিদ্ধান্তের প্রশংসা করে দিল্লি জানিয়েছে, জঙ্গি দমনে এ বার সময়সীমা বেঁধে দেওয়া উচিত পাকিস্তানকে। সন্ত্রাসবাদ খতমে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর