নির্বাচনে যদি কোনো অনিয়ম বা 'ভোট চুরি' হয়, তাহেল পাকিস্তানে ঝড় বয়ে যাবে, যা সামলানো কঠিন হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নির্বাচনকে সামনে রেখে শনিবার লন্ডনে এক বক্তৃতায় তিনি এ কথা জানান।
নওয়াজ অভিযোগ করেন, তার দলের প্রার্থীদের হয়রানি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে। নির্বাচনে কারচুপি থেকে ক্ষতি ছাড়া পাকিস্তানের কখনোই লাভ হয়নি। কিন্তু ভুল থেকে আমরা কখনোই শিক্ষা নিই না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে সমস্যা ও অস্থিশীলতা আরও বাড়বে।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। পাক নির্বাচন কমিশনের আবেদনে এবারের নির্বাচনে প্রায় সাড়ে তিন লাখ সেনা মোতায়েন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার