অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে ১৩ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার মথুরা জেলার গোবর্ধন এলাকার ইন্দিরানগর কলোনি থেকে আটক করা হয় তাদের। এর মধ্যে ৫ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। পুলিশের আশঙ্কা ওই এলাকার আরও বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘাঁটি গেড়ে রয়েছে।
চলতি বছরের ২৫ জুন পুলিশের হাতে আটক এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেই এই ১৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্ধান পায় পুলিশ। এরপরই সেখানে অভিযান চালানো হয়।
জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের স্থানীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গোবর্ধন এলাকার সার্কেল অফিসার (সিও) জগভীর চৌহান জানান, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্থানীয় ঠিকানা ও নথি দিয়ে ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছে এবং কিভাবে তারা ওই পরিচয়পত্র পেয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর এই ১৩ জনের বিরুদ্ধেই ভারতীয় দন্ডবিধির ১৪ ফরেনারস অ্যাক্টসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৮/হিমেল