ব্রিটেনে ইসলাম ভীতি দিন দিন বেড়েই চলছে। ২০১৭ সালে ব্রিটেনে রেকর্ডসংখ্যক ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে যা ২০১৬ সালের চেয়ে শতকরা ২৬ ভাগ বেশি। বলা হচ্ছে, সৌদি আরব ওয়াহাবি মতবাদের মধ্যদিয়ে ঘৃণা ও সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে। পাশাপাশি লন্ডনসহ পুরো পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে ব্যাপক অজ্ঞতার কারণেও ব্রিটেনে ইসলাম ভীতি বাড়ছে।
এ ব্যাপারে প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে প্রকাশিত ‘পলিটিক্স ফার্স্ট ম্যাগজিন’র সম্পাদক মারকাস পাপাদোগলাস বলেন, ব্রিটেনের লোকজন দ্বিধাগ্রস্ত কারণ তারা মনে করে সৌদি আরব থেকে যা বেরিয়ে আসছে সেটাই ইসলাম। এছাড়া সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যা করছে তাই হচ্ছে ইসলামের সত্যিকারের রূপ যদিও তা সত্য নয়।
এ সময় মারকাস আরও বলেন, সৌদি আরব দেশের ভেতরে ও বাইরে যা প্রচার করছে তা আসলে ইসলাম নয়, এটা হচ্ছে ন্যায়ভ্রষ্টতা এবং শান্তিপূর্ণ একটি ধর্মের বিকৃত ব্যাখ্যা।
বিডি প্রতিদিন/ ২৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ