যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের একটি অডিও রেকর্ড মঙ্গলবার রাতে ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০১৬ সালের ওই অডিওতে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে তার আইনজীবী মাইকেল কোহেনের সঙ্গে কথা বলতে শোনা যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার প্রায় এক দশক আগে কারেন ম্যাকডুগাল নামে এক প্লেবয় মডেলের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ট্রাম্পের। সেসব যাতে জনসম্মুখে না আসে তার জন্য কী পদক্ষেপ নেয়া যায় সেটি নিয়ে তিনি আলোচনা করেন মাইকেল কোহেনের সাথে।
এতে কোহেন বলেন, 'অর্থের লেনদেনের জন্য আমাদের একটি কোম্পানি খুলতে হবে।' জবাবে ট্রাম্প বলেন, 'নগদ অর্থে লেনদেন করবে।'
বিডি প্রতিদিন/ফারজানা