পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। যেখানে এগিয়ে রয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। অন্যদিকে, নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ। পাশাপাশি এই ফলকে প্রত্যাখ্যানও করেছেন তিনি।
প্রাথমিক সে ফলাফল প্রত্যাখান করে কারাবন্দী নওয়াজের এই ভাই বুধবার দিনগত রাত ১০টার দিকে সংবাদ সম্মেলন করেন। এরপর রাত ১টার দিকে টুইটারেও তার অবস্থানের কথা জানান। ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে শাহবাজ শরীফ সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে ফলাফল ঘোষণা করেছে তা তার দল মেনে নেবে না। ‘আমি বলতে বাধ্য হচ্ছি যে, আমরা এ ফল পুরোপুরি প্রত্যাখান করলাম। এ নির্বাচনের জনগণের রায়কে ভয়ঙ্করভাবে লঙ্ঘণ করা হয়েছে।’ ‘ফলাফল গণনার সময় সারাদেশেই আমাদের নির্বাচনী এজেন্টদের রাখা হয়নি। তাদের ভোটকেন্দ্রে থেকে বহিষ্কার করা হয়েছে।’
এদিকে রাত ১টায় এক টুইটার বার্তায় তিনি লেখেন- স্পষ্ট এবং ব্যাপক অনিয়মের কারণে সাধারণ নির্বাচন-২০১৮ এর ফলাফল পুরোপুরি প্রত্যাখান করল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। আমাদের এজেন্টদের ৪৫ নম্বর ফরম দেওয়া হয়নি, ফলাফল স্থগিত রাখা হয়েছে এবং ভোট গণনা চলছে আমাদের পোলিং এজেন্টেদের অনুপস্থিতিতে। এই দুটো ঘটনাই অসহনীয় এবং অগ্রহণযোগ্য।’
নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর পুত্র বিলওয়াল ভুট্টো জারদারিও, যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান পিপলস পার্টি’র (পিপিপি)। বিলওয়াল ভুট্টো জারদারিও রাত ১টা ২১ মিনিটে এক টুইট বার্তায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন- ‘মধ্যরাত পার হলো এবং আমি আমার নিজের নির্বাচনী কোনো এলাকার ফলাফল এখনও হাতে পাইনি। আমার প্রার্থীরা অভিযোগ করেছেন, সারাদেশেই আমাদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অযৌক্তিক এবং বিদ্বেষপূর্ণ।’
নির্বাচন কমিশনে (ইসিপি) নিবন্ধিত ১২০টি রাজনৈতিক দলের মধ্যে এবারের সাধারণ নির্বাচনে ৯৫টি দল নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে সরকার গঠনের লড়াইয়ে আগে থাকছে পিএমএল-এন, পিটিআই ও পিপিপি। রাত পৌনে ৪টা পর্যন্ত ২৬ শতাংশ ভোট গণনার প্রাথমিক ফলাফল বলছে ইমরান খানে পিটিআই ১০৯টি আসন পেয়ে এগিয়ে আছে। নওয়াজ শরীফের পিএমএল পেয়েছে ৬৭টি আসন। পিপিপি ৩৮টি নিয়ে পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পিপিপি।
পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই ২০১৮/ ওয়াসিফ