পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনের আংশিক ভোট গণনায় এগিয়ে রয়েছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ। পাশাপাশি এই ফলকে প্রত্যাখ্যানও করেছেন তিনি।
তবে ভোট গ্রহণের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও প্রকাশ হয়নি পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল। এমন নজির পাকিস্তানে আগে দেখা যায়নি। ফল প্রকাশে আরও দেরি হবে বলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে।
এর আগে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হয়। রাতভর গণনা চললেও ফল ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশনের সেক্রেটারি বাবর ইয়াকুব বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই ভোট গণনায় দেরি হচ্ছে। নতুন ইলেকট্রনিক রিপোর্টিং পদ্ধতিতে ভোট গণনার কারণেই এ সমস্যা হয়েছে। ফলে এখন হাতে ভোট গণনা করা হচ্ছে।
তবে এর আগ পর্যন্ত ৩০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে ইমরান খানের দল পিটিআই ১১৩ টি আসনে এগিয়ে আছে। পিএমএল-এন ৬৬ আসনে এবং পিপিপি ৩৯ আসনে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম