চীনের রাজধানী বেইজিংয়ে মার্কিন দূতাবাসে বড় ধরনের বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওই বিষ্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণের পর আশেপাশের এলাকায় ধোয়ায় ছেয়ে যায়।
এ ঘটনা এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। বিস্ফোরণে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানাও সম্ভব হয়নি।
বিস্ফোরণের বিষয়ে চীন কিংবা আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি
বিষ্ফোরণের পর চীনের ওই মার্কিন দূতাবাসটির সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে
বেইজিংয়ে মার্কিন দূতাবাসের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, 'এই মুহূর্তে তারা কিছু বলতে চায় না। এ বিষয়ে পরে জানাবে তারা।' সূত্র: সিএনবিসি
বিডি প্রতিদিন/ফারজানা