ভারতের জলপাইগুড়িতে নিজের চার বছরের ছেলেকে পুকুরের পানিতে ফেলে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বাবা। শিশুকে হত্যা করে আত্মঘাতী হওয়া ওই ব্যক্তির নাম পণ্ডিত ওঁরাও। তার চার বছরের ছেলের নাম অভিরাজ ওঁরাও।
ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার সিমুলতলা এলাকায়।
জন্মের পর থেকেই অসুস্থ ছিল শিশুটি। অনেক চিকিৎসা করেও কোন লাভ হয়নি। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। টাকার অভাবে সেটা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না পণ্ডিত ওঁরাও। মানসিক অবসাদে ভুগছিল সে। তাই কোন কিছু না ভেবে ছেলেকে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেন তিনি। পানিতে ডুবেই মারা যায় শিশুটি।
ছেলেকে হত্যার পর গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন শিশুটির পণ্ডিত ওঁরাও।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন