ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ না করে এরদোগান বলেন, তার বন্ধু মাদুরো বিভিন্ন দেশের নির্দয় আঘাত ও অর্থনৈতিক আততায়ীদের নাশকতার শিকার হয়েছেন। এসবের জবাবে তিনি ভেনিজুয়েলার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান।
এরদোগান বলেন, পুরো একটি জাতিকে শাস্তি দিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে না। বিশ্ব বাণিজ্য নীতিকে অগ্রাহ্য করে এমন কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব না।
এ সময় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের স্বর্ণ রফতানির অধিকার আছে বলে মন্তব্য করেন।
গত মাসে ভেনিজুয়েলার স্বর্ণ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
দুর্নীতির অভিযোগে ভেনিজুয়েলার এই কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
এছাড়া মানবাধিকার লঙ্ঘনের দায়ে মাদুরো সরকারের অর্থনৈতিক লেনদেনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।
চলতি বছর ভেনিজুয়েলা থেকে মুদ্রাসংশ্লিষ্ট না এমন স্বর্ণ সবচেয়ে বেশি আমদানি করেছে তুরস্ক।
গত পাঁচ বছর ধরে ভেনিজুয়েলায় চরম মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা চলছে। এতে দেশটির খাদ্য ও ওষুধ সরবরাহে সংকট দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম