প্রথমবার আরব আমিরাত সফরে যাচ্ছেন খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। গতকাল স্থানীয় সময় রবিবার আবুধাবিতে পৌঁছান খ্রীস্টান ধর্মের এই শীর্ষ নেতা। খবর বিবিসি'র।
আন্তঃধর্মীয় একটি সম্মেলনে অংশগ্রহণ করতে আবুধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে আবুধাবি সফরে যাচ্ছেন পোপ। যার ফলে এটি হবে খ্রীস্টান ধর্মের কোনো শীর্ষ নেতার প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর।
ঐতিহাসিক এই সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার এক জমায়েতে উপস্থিত হবেন পোপ। যেখানে ১ লাখ ২০ হাজার মানুষ উপস্থিত হবে বলে খবর। ইয়েমেন যুদ্ধের বিষয়ে খ্রীস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা কী বলেন সেই দৃষ্টিকোণ থেকে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মহলের কাছে।
ইয়েমেনে অবরোধ করা সৌদি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে আরব আমিরাতও রয়েছে। যা নিয়ে সমালোচনা করেছেন পোপ। গতবছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পোপ আহ্বান করেছিলেন, যেন ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়কে আরও দুর্বিষহ করে তোলা না হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর