রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য ত্রাণ পাঠাবে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার এক জনসভায় এই ত্রানের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর।
তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, ত্রাণ পাঠানোর নামে আসলে সামরিক হস্তক্ষেপ করবে আমেরিকা। মিছিলে গুয়াইদো জানান, কলম্বিয়া ও ব্রাজিলের অস্থায়ী শিবির গড়ে ওষুধ ও খাবার সংগ্রহ করা হবে। পরে মাদুরোর আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র জানায় এই ত্রান সরাসরি ভেনেজুয়েলায় পাঠাবে তারা।
মাদুরোর বিরুদ্ধে দুর্নীতি ও স্বৈরাচারের অভিযোগ তুলে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় আইনসভার শীর্ষ নেতা গুয়াইদো। তাকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মান্যতা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ভেনেজুয়েলার একাধিক প্রতিবেশী দেশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর