পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিয়ে প্রথম যৌথ বিবৃতিতে দিয়েছে ভারতীয় সেনা, বিমান এবং নৌবাহিনী। বৃহস্পতিবার দেয়া ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সব রকম প্ররোচনার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।
মেজর জেনারেল সুরেন্দ্র সিং মহল বলেন, 'আমাদের সেনাবাহিনী টার্গেট করেছে পাকিস্তান। তারা উত্তেজনা তৈরি করেছে। তারা যদি আমাদের আরও প্ররোচনা দেয়, আমরা চরম প্রত্যাঘাতের জন্য তৈরি।'
এদিকে, পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে আগামীকাল ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত