ভারতের মাটিতেই এবার নতুন অ্যাসল্ট রাইফেল তৈরি করতে চলেছে রাশিয়ান অস্ত্র নির্মাতা সংস্থা কালাশনিকভ। উত্তরপ্রদেশের আমেথির করওয়ারে ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কালাশনিকভ সিরিজের সর্বশেষ সংস্করণটি (একে-২০৩) রাইফেল তৈরি হবে।
রবিবার অত্যাধুনিক এই রাইফেল তৈরির ইউনিট-এর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমেথিতে একে-২০৩ রাইফেল নির্মাণের ফলে সন্ত্রাস ও নকসাল দমনের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনীকে অনেক সহায়তা করবে।’
রাশিয়ান প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি জানান, ‘আমার বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমার কৃতজ্ঞতা জানাই, তার সহায়তার ফলেই এত কম সময়ের মধ্যে এরকম একটি উদ্যোগ সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন জানান, ‘আমেথিতে কোনো কিছু হয় নি বলে যারা উদ্বিগ্ন ছিলেন, গত এক বছর ধরে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় করওয়াতে এখন একে-২০৩ আধুনিক রাইফেল তৈরি হবে।’
গত বছরের এপ্রিলে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সাথে ওই রুশ সংস্থাটির একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭.৫০ লাখ একে-২০৩ রাইফেল তৈরি করা হবে। এই রাইফেলটির ওজন ৪১০০ গ্রাম, প্রতি মিনিটে প্রায় ৬০০ রাউন্ড গুলি চালানো যাবে। এটির সাথে যুক্ত করা যাবে টেলিস্কোপ এবং আরেকটি বিশেষত্ব হল রাইফেলের বাট ভাঁজ করে বা লম্বা করে ব্যবহার করা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন