ইসরায়েলি সেনা সদস্যরা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। দেশটির পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার সালফিত শহরে বিক্ষোভে অংশ নেন মোহাম্মদ শাহিন (২৩) নামের এক ফিলিস্তিনি তরুণ। তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে মারা যান শাহিন।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে, মঙ্গলবার সকালে হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর ওপর ছুরি নিয়ে হামলা করে এক তরুণ। গুলি করা হলে সে মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার