এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহ বৈধতা পেল তাইওয়ানে। তাইওয়ান প্রেসিডেন্ট সমকামী বিবাহ আইনসম্মত ঘোষণা করায় এশিয়ার মধ্যে তাইওয়ানই প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপকে আইনি স্বীকৃতি দিল।
তবে ২ বছর আগেই সেখানকার সর্বোচ্চ আদালত সমকামী বিবাহের পক্ষে মত দিয়েছিল। পার্লামেন্টে বিল এনে বিষয়টি আইনসম্মত করার প্রক্রিয়ার সময়সীমা ছিল এ বছরের ২৪ মে। কিন্তু তার আগেই শুক্রবার পার্লামেন্টে সমকামী বিবাহকে আইনি ঘোষণা করা হয়। এরপরই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন রাজধানী তাইপেইর সমকামী যুগলরা।
এ দিন তাইওয়ান পার্লামেন্টে সমকামী বিবাহ বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বিলটিকে সমর্থন করেন। পক্ষে ভোট পড়ে ৬৬টি আর বিরুদ্ধে ভোট পড়ে ২৭টি। স্বাভাবিকভাবেই বিলটি পাশ হয়ে যায় পার্লামেন্টে। বিলটি পাশ হয়ে যাওয়া মানেই তা আইনে পরিণত হয়।
আর দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট থাই ইং ওয়েনের একই পদে থাকার রাস্তা পরিষ্কার হয়ে যায়। ২০২০ সালে এখানে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পাওয়ায় ফের তিনি ক্ষমতায় ফিরবেন বলে মনে করা হচ্ছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সংসদের সিদ্ধান্তের প্রশংসা করে টুইট করেছেন। তিনি এই সিদ্ধান্তকে ‘সত্যিকারের সমতার দিকে বড় পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শুরুতে সমকামী বিয়ের পক্ষে কথা বললেও পরে ভোটার হারানোর আশঙ্কায় সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করছিলেন। তবে শেষ পর্যন্ত সংসদে বিলটি পাস হওয়ায় এবং এতে প্রেসিডেন্টের দলের সমর্থন থাকায় জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সাই ইং-ওয়েনের পুনর্নিবাচিত হওয়ার বিষয়টি কঠিন হয়ে উঠতে পারে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম/হিমেল