থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি গ্রামে জীবন্ত অবস্থায় কবর দেওয়া এক নবজাতক শিশুকে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি কুকুর।
জানা গেছে, শিশুটির মা ১৫ বছর বয়সী কিশোরী। তার পিতামাতার কাছ থেকে গর্ভধারণের কথা গোপন করার জন্য সে জ্যান্ত অবস্থায় শিশুটিকে পুঁতে দিয়েছিল।
পিংপং নামের কুকুরটিকে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে থাইল্যান্ডের বান নং খাম নামের গ্রামটির একটি মাঠের মাটি খুঁড়তে দেখেন কুকুরটির মালিক। তিনি বলেন, তখন তিনি মাটির নিচ থেকে একটি শিশুর পা বের হয়ে আসতে দেখেন।
উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুটিকে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তার বাবা-মা ওই নবজাতককে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম